অমৃতসর, ১৬ মার্চ : পঞ্জাবের সবচেয়ে বড় সমস্যা হল মাদক ও দুর্নীতি। মেনে নিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। রবিবার পঞ্জাবের অমৃতসরে, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের পাশে দাঁড়িয়ে কেজরিওয়াল বলেছেন, এই মুহূর্তে পঞ্জাবের সবচেয়ে বড় সমস্যা হল মাদক ও দুর্নীতি। আমরা মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু করব।"
কেজরিওয়াল আরও বলেছেন, "এটা ন্যায়বিচারের লড়াই... ভগবন্ত মান মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ৫ বছর পূর্ণ করবেন এবং তিনি পরবর্তী ৫ বছরও পূর্ণ করবেন।" প্রসঙ্গত, কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়াল ও মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এদিন স্বর্ণ মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন।