কলকাতা, ১০ মার্চ : “পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ছে, যা বাংলাদেশের বিশৃঙ্খলার প্রতিফলন।” সোমবার এক্সবার্তায় এই দাবি করলেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপি সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। অশান্তির ভিডিয়ো-সহ তিনি লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের উগ্রপন্থী সমর্থকরা মুর্শিদাবাদের পাটিকাবাড়ি বাজারে হিন্দু মালিকানাধীন দোকানগুলিতে আগুন ধরিয়ে দেয়। গত ৪৮ ঘন্টায় একাধিক হিন্দু মন্দির অপবিত্র করা হয়েছে। যদি বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে তাঁকে এখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে বলতে হবে!”