Country

1 day ago

Sekhawat wishes on Holi: হোলি সামাজিক সম্প্রীতির বার্তা দেয়,গজেন্দ্র সিং শেখাওয়াত

Gajendra Singh Shekhawat
Gajendra Singh Shekhawat

 

যোধপুর, ১৩ মার্চ : শুক্রবার হোলি, তার আগেই রঙের উৎসবে মেতে উঠেছে সমগ্র দেশ। রঙের উৎসব হোলি উপলক্ষ্যে সমগ্র দেশবাসীকে হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। তাঁর কথায়, হোলি এমন একটি উৎসব, যা সামাজিক সম্প্রীতির বার্তা দেয়। বৃহস্পতিবার রাজস্থানের যোধপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, "ভারত উৎসব, উৎসাহ এবং উদযাপনের দেশ, হোলি উৎসব এমনই একটি প্রধান উৎসব। এই উৎসব বিশেষ কারণ এটি সামাজিক সম্প্রীতির বার্তা দেয়। আমি সবাইকে শুভ হোলির শুভেচ্ছা জানাই।"

You might also like!