Tripura

21 hours ago

Chief Minister Himantaviswa Sharma: ১ এপ্রিল থেকে অসমের স্বনির্ভর মহিলাদের প্ৰথম কিস্তির ১০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের

Chief Minister Himantaviswa Sharma
Chief Minister Himantaviswa Sharma

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: চলতি বছরের ১ এপ্রিল থেকে অসমের স্বনির্ভর গোষ্ঠীভুক্ত (এসএইচজি) মহিলাদের প্রথম কিস্তির ১০ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ জনতা ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ১ এপ্রিল থেকে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান’ (চিফ মিনিস্টাৰ্স মহিলা এনটারপ্রেনিয়ার্স স্কিম)-এর অধীনে স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী জানান, মহিলাদের আর্থিক স্বাধীনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই উদ্যোগ নেওয়া হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সে অনুযায়ী ‘আমরা প্রথম বছরে স্বনির্ভর গোষ্ঠীর অংশ হিসেবে নিয়োজিত মহিলাদের পৃথকভাবে ১০ হাজার টাকা করে প্রদান করব।’ তিনি বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য রাজ্যের অন্যতম বৃহৎ এই প্রকল্প সুবিধাভোগীদের বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট উদ্যোগ শুরু করতে তৈরি করা হয়েছে।’

ড. শর্মা বলেন, তাঁর সরকার গ্রামীণ এলাকায় বসবাসকারী স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের জন্য এই প্রকল্প চালু করছে। এই প্রকল্পকে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা' বা চিফ মিনিস্টাৰ্স মহিলা এনটারপ্রেনিয়ার্স স্কিম বলে নামকরণ করা হয়েছে। বলেন, এই প্রকল্পের মাধ্যমে তাঁরা গ্রামীণ এলাকায় বসবাসকারী মহিলাদের উদ্যোগী হিসেবে রূপান্তর করতে চান। তাঁদের ‘লাখপতি’ তৈরির লক্ষ্য সরকারের। তিনি আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে তিন দফায় মহিলাদের অর্থ-সাহায্য করা হবে।

বিস্তৃত তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রথম পর্যায়ে মহিলারা একটি ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করবেন। তাঁরা তাঁদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি গ্রুপ তৈরির পরিকল্পনা করবেন। একবার তাঁরা আমাদের কাছে প্রয়োজনীয় ফর্মগুলি পূরণ করে ব্যবসায়িক পরিকল্পনা জমা দিলে সরকার প্রথম বছরে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা জমা করবে। এর মাধ্যমে রাজ্যের ৩৯ লক্ষ মহিলা সরকারের কাছ থেকে ৩,৯০০ কোটি টাকা পাবেন।’

তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, এই প্রকল্পের সুবিধাভোগী ও যাঁরা সাধারণ এবং ওবিসিভুক্ত, তাঁদের তিনটির বেশি সন্তান থাকা চলবে না। তিনি বলেন, যদি কোনও মহিলার চারটি সন্তান থাকে, তবে তাঁকে এই প্রকল্পের জন্য অযোগ্য বলে ঘোষণা করা হবে৷ অবশ্য, মরান, মটক এবং চা বাগান জনগোষ্ঠীয় মহিলারা চার সন্তান পর্যন্ত ছাড় পাবেন, যদিও তাঁরাও ওবিসির মধ্যে পড়েন৷ তিনি জানান, তফশিলি জাতি এবং তফশিলি উপজাতিভুক্ত মহিলাদের চারটি সন্তান থাকলেও এই প্রকল্পের জন্য তাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, সামাজিক ন্যায়বিচারের স্বার্থে এই প্রকল্পের সুবিধাভোগীদের কাছ থেকে দুটি অঙ্গীকারপত্র নেওয়া হবে। প্রথম অঙ্গীকার হলো, যদি সুবিধাভোগীর একটি মেয়ে থাকে, তা-হলে মেয়েটিকে অবশ্যই স্কুলে ভরতি করতে হবে। দ্বিতীয়ত, যদি কোনও সুবিধাভোগীর দুই বা তিনটি সন্তান থাকে, তা-হলে তাঁদের অবশ্যই প্রতিজ্ঞা করতে হবে যে তাঁরা আর সন্তান নেবেন না। একবার এই দুটি প্রতিশ্রুতি দিলে প্রথম বছরে তাঁরা টাকা পাবেন, বলেন ড. শর্মা।

এর সঙ্গে আরেকটি শর্তও জুড়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অমৃতবৃক্ষ আন্দোলনের অংশ হিসেবে সুবিধাভোগীদের হাতে রোপণ করা গাছগুলিকে বাঁচিয়ে ফলে-ফুলে পল্লবিত করতে হবে, নইলে টাকা দেওয়া হবে না।

তিনি আরও বলেন, দ্বিতীয় বছর সুবিধাভোগীরা ব্যাংক থেকে ১২,৫০০ টাকা করে ঋণ পাবেন। তারপর সরকার তাঁদের অতিরিক্ত ১২,৫০০ টাকা দেবে। এতে মোট টাকার পরিমাণ হবে ২৫ হাজার। তিনি বলেন, ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হবে, তা ফেরত দিতে হবে। তবে সরকার প্রদত্ত টাকা ফেরত দিতে হবে না। এর সঙ্গে মহিলারা তিন বছরের মেয়াদে ৩৫ হাজার টাকা পাবেন।

এদিকে মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন, ১৪ থেকে ১৬ মার্চ পৰ্যন্ত অসম সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি নতুন পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করার পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় ন্যায় সংহিতা বাস্তবায়নের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভায় পৌরোহিত্য করবেন। সভায় উত্তর-পূর্বাঞ্চলীয় সব রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন।

You might also like!