Game

5 days ago

Champions League: পিএসভিকে ৭ গোল দিয়ে শেষ আটের পথে আর্সেনাল

Arsenal thrash PSV 7-0
Arsenal thrash PSV 7-0

 

লন্ডন, ৫ মার্চ : প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৭-১ গোলে জিতেছে আর্সেনাল, পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ৭ বা এর বেশি গোল করার কীর্তি গড়ল আর্সেনাল। আর এই জয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে এক পা দিয়ে রাখল মিকেল আর্তেতার দল। প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে ৪ টি গোল করেছে তারা। জোড়া গোল করেছেন মার্টিন ওডেগোর। ইউরিয়েন টিম্বার, ইথান নোয়ানেরি, মিকেল মেরিনো, লেয়ান্দ্রো ত্রোসার ও রিকার্দো কালাফিওরি একটি করে গোল পেয়েছেন।পেনাল্টি থেকে ডাচ ক্লাবটির একমাত্র গোলটি করেন নোয়া ল্যাং। তবে এদিন বল দখলে পিছিয়ে ছিল আর্সেনাল। পুরো ম্যাচে তারা ৪৬ শতাংশ সময় বল দখলে রেখেছিল। তবে পুরো ম্যাচে ১৫টি শট নিয়ে ৮টি গোলে রেখেছিল মিকেল আর্তেতার শিষ্যরা। বিপরীতে স্বাগতিকরা ১২ শটের মাত্র ২টি গোলে রাখতে পেরেছিল। ১২ মার্চ ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচে দুই দল আবার মুখোমুখি হবে।

You might also like!