Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Country

6 days ago

August 15 independence celebrations:ভারত নয় একা, ১৫ আগস্ট স্বাধীনতার রঙে রঙিন হয় এই দেশগুলোও

India Independence Day
India Independence Day

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :আগামী ১৫ আগস্ট দেশ উদযাপন করবে ৭৮তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে অবসান ঘটে দু’শো বছরের ব্রিটিশ শাসনের, ভারতীয়দের ঐক্য আর সংগ্রামের সামনে নত হয় ইংরেজরা। অসংখ্য প্রাণের ত্যাগে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতার সেই স্বপ্ন, যা আজও সকল ভারতবাসীর কাছে গর্ব, আনন্দ ও অহংকারের প্রতীক। তবে জানেন কি, এই বিশেষ দিনটি শুধু ভারতের নয়, আরও কিছু দেশের কাছেও সমান তাৎপর্যপূর্ণ? বিশ্বের পাঁচটি দেশ রয়েছে, যারা ভারতের মতোই ১৫ আগস্ট স্বাধীনতার স্বাদ পেয়েছিল। কোন কোন দেশ সেই তালিকায়?

উত্তর ও দক্ষিণ কোরিয়া: ১৯৪৫ সালের ১৫ আগস্ট কোরীয় উপদ্বীপে জাপানের শাসনের অবসান ঘটে। এর তিন বছর পর ১৯৪৮ সালে স্বাধীন সরকার গঠিত হয় কোরিয়ায়। এরপর থেকে উত্তর ও দক্ষিণ কোরিয়া দুই দেশেই ১৫ আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। 

রিপাবলিক অফ কঙ্গো: ১৮৮০ সালে কঙ্গোতে উপনিবেশ স্থাপন করেছিল ফ্রান্স। ১৯৬০ সালে ১৫ আগস্ট ফরাসি শাসন থেকে মুক্ত হয় রিপাবলিক অফ কঙ্গো। এরপর থেকে এই দিনেই সে দেশে পালিত হয় স্বাধীনতা দিবস।

বাহরিন: ১৯৭১ সালের ১৫ আগস্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করে বাহরিন। এই দিনেই সেখানে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। দু’পক্ষের মধ্যে বন্ধুত্বপূর্ণ চুক্তির মাধ্যমে স্বাধীনতা লাভ করে বাহরিন।

লিচেনস্টাইন: আয়তনে ক্ষুদ্র হলেও ইউরোপের ধনী দেশগুলির মধ্যে অন্যতম লিচেনস্টাইন। ১৯৪০ সাল থেকে এই দেশে ১৫ আগস্ট জাতীয় দিবস হিসাবে পালিত হয়। ১৯৪০ সালের ৫ আগস্ট সরকারিভাবে এই দিনটিকে জাতীয় দিবস হিসাবে ঘোষণা করা হয়। 

You might also like!