মায়ামি, ২১ আগস্ট: মেক্সিকান জায়ান্ট টিগ্রেস ইউএএনএলকে ২-১ গোলে হারিয়ে ২০২৫ লিগস কাপের সেমিফাইনালে উঠল ইন্টার মায়ামি। বুধবার রাতে চেজ স্টেডিয়ামে মায়ামির হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। অরল্যান্ডো সিটি ও টোলুকার মধ্যকার ম্যাচের বিজয়ী দল হবে তাঁদের সেমির প্রতিপক্ষ।
কোয়াটার ফাইনালের এই ম্যাচে ছিলেন না মেসি l পেশির চোটে আক্রান্ত মায়ামির অধিনায়ক বিশ্রামে আছেন। তবে তাঁর অনুপস্থিতিতে জয় পেয়েছে গত বারের চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে এগিয়ে যায় মায়ামি। গোল করেন সুয়ারেজ। দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল কোরেয়া সমতায় ফেরান দলকে। তবে শেষ দিকে আবারও পেনাল্টি পায় মায়ামি। ৮৯ মিনিটে সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ এবং মায়ামি নিশ্চিত করে সেমিফাইনালে যাওয়ার পথ। সেমিফাইনালে তাঁরা অরল্যান্ডো সিটি ও টোলুকার ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে।