Entertainment

11 hours ago

Rashmika Mandanna : আলিয়া নয়, এক বহিরাগতের কাছে হেরে গেলেন দীপিকা...

Rashmika Mandanna
Rashmika Mandanna

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হিন্দি সিনেমার ব্যবসা সফল নায়িকাদের কথা উঠলে দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটের নাম আসে। গত বছরের ‘স্ত্রী ২’ সিনেমার সাফল্য মনে রাখলে শ্রদ্ধা কাপুরের নামও আপনি বলতে পারেন। তবে জানেন কি, গত দুই বছরে এক ‘বহিরাগত’ অভিনেত্রীর কাছে হেরে গেছেন দীপিকা, আলিয়া বা শ্রদ্ধারা। বহিরাগত বলতে তিনি হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির কেউ নন, দক্ষিণি অভিনেত্রী। আবার তিনি সিনেমা পরিবারও কেউ নন, এসেছেন সাধারণ এক পরিবার থেকে। কে এই অভিনেত্রী? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

গত দুই বছরে এই অভিনেত্রীর মুক্তি পাওয়া ৩টি সিনেমা বিশ্বজুড়ে ৩ হাজার ৩০০ কোটি রুপি ব্যবসা করেছে, ভারতের বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ৮৫০ কোটি রুপি।২৮ বছর বয়সী এই অভিনেত্রী আর কেউ নন রাশমিকা মান্দানা। টানা তিন বছর তিনটি ব্লকবাস্টার সিনেমার অংশ হওয়া সহজ নয়, তবে এই কঠিন কাজটিই করে দেখিয়েছেন তিনি। প্রতিশোধের গল্প থেকে ঐতিহাসিক সিনেমায় নিজের সার্থকতা প্রমাণ করেছেন। তাই ‘অ্যানিমেল’, ‘পুষ্পা ২’ থেকে ‘ছাবা’—তাঁর তিনটি সিনেমাই সুপারহিট।১৬ মাসের ব্যবধানে রাশমিকার তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। সবশেষ গত ১৪ ফেব্রুয়ারি এসেছে লক্ষ্মণ উতেকরের ‘ছাবা’। এ সিনেমা বিশ্বব্যাপী ৭০০ কোটি রুপি ব্যবসা করেছে। তিন সিনেমা মিলিয়ে তাঁর নামের পাশে এখন ৩ হাজার ৩০০ কোটি রুপি আয়! মনে করা হচ্ছে ‘ছাবা’ দ্রুতই ‘পুষ্পা ২’ ও ‘অ্যানিমেল’-এর হিন্দি বক্স অফিসের রেকর্ড ভেঙে দেবে।প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডে কাজ করেন না, হিন্দি সিনেমার বক্স অফিসে তাই সাধারণত রাজত্ব করেন দীপিকা পাড়ুকোন বা আলিয়া ভাটরা। ক্যাটরিনা কাইফ বা কঙ্গনা রনৌতরা বক্স অফিসের দৌড় থেকে পিছিয়ে পড়েছেন। গত কয়েক বছরে শ্রদ্ধা কাপুর বা কৃতি শ্যাননের মতো অভিনেত্রীরা উঠে এসেছেন।

২০২৩ সাল থেকে দীপিকার ৫ সিনেমা বক্স অফিসে ১ হাজার ৮০০ কোটি রুপির ব্যবসা দিয়েছে, একই সময়ে আলিয়া অভিনীত সিনেমা ব্যবসা করেছে মাত্র ৩০০ কোটি রুপি।কর্ণাটকের মেয়ে রাশমিকা, ২০১৬ সালে বড় পর্দায় অভিষেকও হয় কন্নড় সিনেমা দিয়ে, এরপর করেন তেলেগু সিনেমা। সব কটিই কমবেশি ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কারণ ছিল না। রাশমিকার ক্যারিয়ার নতুন গতি পায় ২০১৮ সালে তেলেগু সিনেমা ‘গীতা গোবিন্দম’ দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটিও। ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির নানা দৃশ্য ও সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে তাঁকে নিয়ে চর্চা বাড়তে থাকে।

এই সিনেমায় পাওয়া জনপ্রিয়তা আরও ছড়িয়ে পড়ে ‘ডিয়ার কমরেড’ দিয়ে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ভারত কর্মার সিনেমাটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। এটি পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমা নয়, আবার শৈল্পিক ঘরানারও নয়। দুই ঘরানার মিশ্রণে দর্শক-সমালোচকের কাছে প্রশংসিত এক সিনেমা উপহার দিয়েছিলেন নির্মাতা। ছবিতে রাশমিকাকে দেখা যায় ক্রিকেটারের চরিত্রে। এক নারী ক্রিকেটার, যে যৌন হয়রানির শিকার হন, প্রেমিককে হারান, এমন জটিল মনস্তত্ত্বের চরিত্র পর্দায় দারুণভাবে তুলে ধরে নিজের অভিনয় দক্ষতার জানান দেন রাশমিকা। তরুণদের কাছে তাঁর গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায়।

এরপর ‘সারিলেরু নিকিভারু’, ‘বিসমা’, ‘সুলতান’ ইত্যাদি সিনেমা দিয়ে সিনেমার দুনিয়ায় নিজের জায়গা আরও পোক্ত করে ফেলেন রাশমিকা। তবে এই অভিনেত্রীর জীবন আমূল বদলে যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে। ২০২১ সালে মুক্তি পাওয়া সুকুমারের ছবিটি দিয়ে উপমহাদেশজুড়ে পরিচিতি পান। পরের গল্পটা সবার জানা। গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমায় আবার তাঁকে পাওয়া যায় ‘শ্রীভাল্লি’ রূপে। ‘পুষ্পা ২’-তে তাঁর অভিনয়ের জায়গা ছিল আরও বেশি, সেটার পূর্ণ সদ্ব্যবহার করেছেন তিনি। সব মিলিয়ে এখন প্রযোজক ও পরিচালকদের কাছে রাশমিকার ব্যাপক চাহিদা। ‘পুষ্পা’, ‘পুষ্পা ২’, ‘অ্যানিমেল’—এর মতো ব্লকবাস্টার হিট সিনেমার অংশ যিনি, তাঁর চাহিদা তো থাকবেই।‘ছাবা’ সাফল্যের রেশ কাটতে না কাটতেই ঈদে নতুন সিনেমায় দেখা যাবে রাশমিকাকে। সালমান খানের বিপরীতে ‘সিকান্দার’ সিনেমায় ঝড় তুলবেন তিনি। এই প্রথম সালমানের জুটি হয়েছেন তিনি। এ ছাড়া ম্যাডক ফিল্মের হরর-কমেডি সিনেমা ‘থামা’য় অভিনয় করেছেন রাশমিকা, সিনেমাটি চলতি বছরই মুক্তি পাবে। এ ছাড়া আরও একটি প্যান ইন্ডিয়ান সিনেমা চলতি বছরই মুক্তি পাওয়ার কথা।


You might also like!