ধর্মঘটের সমর্থনে এদিন বামফ্রন্টের নেতৃত্বে একটি মিছিল রামপুরহাট স্টেশনের দিকে এগোয়। উদ্দেশ্য ছিল স্টেশনে প্রবেশ করে প্রতীকী রেল অবরোধের মাধ্যমে প্রতিবাদ জানানো। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যায় রেল পুলিশের বাধার মুখে পড়ে। রেল পুলিশ আগে থেকেই সতর্ক ছিল, এবং ধর্মঘট সমর্থনকারীদের রেলপথ অবরোধ রুখতেই তারা স্টেশন চত্বরে কড়া নজরদারি চালাচ্ছিল। মিছিলকারীরা যখন স্টেশনে ঢোকার চেষ্টা করেন, তখনই পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাক্কাধাক্কি, বচসা এবং ধস্তাধস্তি। রেল পুলিশ সূত্রে খবর, ধর্মঘট সমর্থনকারীরা স্টেশনে ঢুকে রেল চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করছিলেন। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাধ্য হয় তাদের থামাতে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয় এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। ঘটনার জেরে রেলযাত্রীদের মধ্যে তৈরি হয় উত্তেজনা। কিছু সময়ের জন্য স্টেশনে থমকে যায় স্বাভাবিক কার্যকলাপ। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চঞ্চল্য।