Entertainment

2 hours ago

Joy Banerjee passes away: ‘হীরক জয়ন্তী’ থেকে ‘চপার’— অমর হয়ে থাকবেন জয় বন্দ্যোপাধ্যায়!

Bengali Actor Joy Banerjee
Bengali Actor Joy Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা তথা তারকা রাজনীতিক  জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। শেষ সময়ে পাশে ছিলেন তাঁর মা এবং দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। ১৫ অগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ১৭ অগস্ট থেকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা। আপাতত হাসপাতালেই রয়েছে তাঁর মরদেহ। নিয়ম মেনে চার ঘণ্টা পর সম্পন্ন হবে শেষকৃত্য।  

সিনেমার পাশাপাশি রাজনীতির ময়দানেও সক্রিয় ছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন লোকসভা নির্বাচনে। যদিও সাফল্য পাননি। পরবর্তী সময়ে বিজেপি-র সঙ্গে যুক্ত থাকলেও ২০২১ সালে আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন তিনি। তবে অভিনয় জগতে তাঁর উজ্জ্বল উপস্থিতি আজও টলিপাড়ার গর্ব। চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর পর্দার রসায়ন এখনও দর্শকের মনে গেঁথে রয়েছে। সুখেন দাস, অঞ্জন চৌধুরীর একাধিক ছবিতে তাঁর অভিনয় আজও স্মরণীয়। ‘হীরক জয়ন্তী’, ‘মিলন তিথি’, ‘জীবন মরণ’, ‘নাগমতি’-সহ একাধিক জনপ্রিয় ছবিতে তিনি ছিলেন প্রধান নায়ক। ‘চপার’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের বিশেষ প্রশংসা কুড়িয়েছিল।  

অভিনেতার অকাল প্রয়াণে টলিপাড়ায় নেমেছে শোকের ছায়া। সহকর্মী থেকে শুরু করে চলচ্চিত্রপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় শোকবার্তা জানাচ্ছেন একের পর এক। বাংলা সিনেমার ইতিহাসে জয় বন্দ্যোপাধ্যায়ের নাম স্মরণীয় হয়ে থাকবে এক অনন্য অধ্যায় হিসেবে।

You might also like!