Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

4 hours ago

Ranveer Allahbadia: রণবীরের নতুন সম্পর্ক ফাঁস হতেই প্রাক্তনের বিস্ফোরক মন্তব্য: ‘বিয়ে-সন্তান নয়, শুধু শো অফ!’

Are Nikki Sharma and YouTuber Ranveer Allahbadia
Are Nikki Sharma and YouTuber Ranveer Allahbadia

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কমেডির আড়ালে অশ্লীল ভাঁড়ামো! মা-বাবার সম্পর্ক নিয়ে আপত্তিকর মন্তব্য করে চরম বিতর্কে জড়িয়েছিলেন রণবীর এলাহাবাদিয়া। তাঁর সেই মন্তব্যে তোলপাড় হয় দেশজুড়ে—‘ভারতীয় সংস্কৃতি’ ও ‘পারিবারিক মূল্যবোধ’কে অপমান করার অভিযোগ ওঠে সর্বত্র। একাধিক রাজ্যের থানায় অভিযোগ দায়ের হয় ইউটিউবারের বিরুদ্ধে। শোনা যায়, সেই সময়েই প্রেমিকা নিক্কি শর্মা রণবীরের থেকে দূরত্ব বাড়াতে শুরু করেন। গত মার্চ মাসেই নাকি তাঁদের সম্পর্কের ইতি ঘটে। আর ঠিক সেই সময়েই যখন রণবীরের নতুন প্রেমের খবর ছড়িয়ে পড়েছে, তখনই ফের সরব হলেন প্রাক্তন প্রেমিকা নিক্কি শর্মা!

দিন কয়েক ধরেই রণবীর এলাহাবাদিয়ার নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। এর মাঝেই ইউটিউবারের দিওয়ালি পোস্টে সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করে। যেখানে ‘জিবলি’র মোড়কে জনৈক লাস্যময়ীর সঙ্গে দিওয়ালি উদযাপনের ছবি শেয়ার করেছেন এলাহাবাদিয়া। আর তাতেই যেন জল্পনার পালে হওয়া লাগে। তবে সেটা নজর এড়ায়নি প্রাক্তন প্রেমিকা নিক্কি শর্মার। সম্প্রতি এক সোশাল মিডিয়ায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন নিক্কি। যেখানে রণবীর এলাহাবাদিয়ার পরোক্ষভাবে খোঁচা দিয়ে প্রাক্তন প্রেমিকা লেখেন, “সবসময়ে নিজেকে জাহির করা। কয়েক মাস ভালো থাকবে। তারপর বলবে- ওহ, আমি খুব কষ্টে রয়েছি! কোনওদিন বিয়ে করতে পারব না, সন্তান নিতে পারব না।” সেই পোস্টেই নিক্কির সংযোজন, ‘বিষয়টা কিন্তু আমাকে নাড়িয়ে দিয়েছে!’

নিক্কির এহেন পোস্ট ভাইরাল হতেই একাংশের প্রশ্ন, এলাহাবাদিয়ার নতুন প্রেমিকাকে নিয়ে কি আপনার গাত্রদহ হচ্ছে? কারও কৌতূহল, এইজন্যেই কি আপনাদের সম্পর্কে ভাঙন ধরেছিল? এহেন নানা প্রশ্নের ভিড় সোশাল পাড়ায়। যদিও ইউটিউবার নিজে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া দেননি এবিষয়ে।

You might also like!