Breaking News
 
Droupadi Murmu : রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর দীপাবলির শুভেচ্ছা Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায়

 

Entertainment

6 days ago

Manish Malhotra Diwali party: দিওয়ালি পার্টিতে ঝলমলে সৌরসেনী—মণীশ মালহোত্রার আতিথেয়তায় আপ্লুত বঙ্গকন্যা!

Sauraseni In Manish Malhotra's Party
Sauraseni In Manish Malhotra's Party

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মায়ানগরীতে দীপাবলির উদযাপন শুরু করেছেন সৌরসেনী মৈত্র। গত বছর মনীশ মালহোত্রার আমন্ত্রণে দিওয়ালি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন এই বঙ্গকন্যা, এবং এবারও তার ব্যতিক্রম হয়নি। বলিপাড়ার তারকাখচিত হাই-প্রোফাইল পার্টির রেড কার্পেটে ঝলমলে উপস্থিতি দিয়ে নজর কাড়লেন বাংলার ‘ফুলঝুরি’।  

প্রতি বছর বলিপাড়ার তারকারা মুখিয়ে থাকেন মনীশের ‘দিওয়ালি ব্যাশ’-এ যোগ দেওয়ার জন্য। রেড কার্পেটে ডিজাইনার ড্রেসে একে-অপরকে টেক্কা দেন! এবারও পোশাকশিল্পীর হাইভোল্টেজ দিওয়ালি পার্টিতে হাজির ছিলেন গৌরী খান, ববি দেওল, প্রীতি জিন্টা, করিনা কাপুর, কাজল, সিদ্ধার্থ মালহোত্রা, কৃতী শ্যানন থেকে আদিত্য রায় কাপুর, এমনকী সুহানা খান, জাহ্নবী কাপুর, খুশি কাপুরের মতো নবীন প্রজন্মের তারকারাও। আর সেই স্টার স্টাডেড পার্টিতে মনীশ মালহোত্রাকে জড়িয়ে ধরে নিজের ‘সিনড্রেলা মোমেন্ট’ শেয়ার করলেন সৌরসেনী মৈত্র।

এক ছবিতে সৌরসেনীকে হাসিমুখে দেখা গেছে শাহরুখ কন্যা সুহানার সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিতে। কখনও আদিত্য ও সিদ্ধার্থের সঙ্গে সেলফিতে মজেছেন তিনি, আবার কৃতী শ্যাননকেও জড়িয়ে ছবি তুলেছেন। পরনে ছিল সাদা শিফন শাড়ি, যার সঙ্গে মণিমুক্তো খচিত ন্যুডলস স্ট্র্যাপের ব্লাউজ অভিনেত্রীকে আরও মোহময়ী করে তুলেছিল। সব তারকাখচিত ফ্রেম শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “দারুণভাবে দীপাবলির উদযাপন শুরু হল। এত সুন্দর আতিথেয়তার জন্য ধন্যবাদ মনীশ মালহোত্রা।” ডাকসাইটে সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনারের উষ্ণ অভ্যর্থনায় সৌরসেনী যে আপ্লুত হয়েছেন, তা বলাই বাহুল্য।

You might also like!