মুম্বই, ৬ জুলাই : রবিবার রণবীর সিংয়ের জন্মদিনে প্রকাশ্যে এল তাঁর নতুন ছবি ধুরন্ধর-এর প্রথম ঝলক। অ্যাকশন-থ্রিলারে ঠাসা এই ছবি মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর।
উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক-এর পরিচালক আদিত্য ধর পরিচালিত এই মেগা প্রজেক্টে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, মাধবন ও অর্জুন রামপাল।
দু’মিনিট চল্লিশ সেকেন্ডের ফার্স্ট লুকে হাই-অকটেন অ্যাকশন, গা ছমছমে সাসপেন্স আর তীক্ষ্ণ সংলাপ। গানে শাশ্বত ও জ্যাসমিন স্যান্ডলাস। চমক জুড়েছেন নিউ-এজ র্যাপার হানুম্যানকাইন্ড।
জিয়ো স্টুডিয়োজ ও বি৬২ স্টুডিয়োজ প্রযোজিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য, পরিচালনা ও সহ-প্রযোজনা করেছেন আদিত্য ধর নিজেই।