জয়পুর, ১৩ মার্চ : রাজস্থানে আইফা আয়োজনের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক তথা রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা টিকারাম জুললি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, আইফার নামে জনগণের ১০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। টিকারাম আরও বলেছেন, "আপনি যদি হোর্ডিংগুলো দেখে থাকেন, তাহলে এটা কেবল আইফার প্রচার ছিল, রাজস্থানের নয়। এখানে কি কোন বড় অভিনেতা এসেছিলেন? যারা অভিনেতারা এসেছিলেন তারা কি কোনও পর্যটনস্থলে গিয়েছিলেন? এতে কি রাজস্থানের লাভ হবে?"
টিকারাম আরও বলেছেন, "একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র অনুসারে, জনসাধারণের টাকা খরচ করা হয়েছে। আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি, আইফার জন্য কত টাকা খরচ হয়েছে তা জনসাধারণকে জানাতে। এটা কি রাজস্থানের জন্য কোনও লাভজনক ছিল, নাকি শুধুমাত্র কিছু লোকের জন্য গান এবং নাচ দেখার জন্য ছিল?"