Country

5 days ago

NF Rail : ৬ মার্চ থেকে তিন জোড়া হোলি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত এনএফ রেলের

NF Railways
NF Railways

 

গুয়াহাটি:  হোলি উৎসবের মরশুমে যাত্রীর বর্ধিত ভিড় সামলাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তিন জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই স্পেশাল ট্রেনগুলি নারেঙ্গি-গোরখপুর জংশন-নারেঙ্গি, কাটিহার-অমৃতসর–কাটিহার এবং কামাখ্যা–আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যার মধ্যে চলাচল করবে। উৎসবের মরশুমে যাত্রীদের সুগম ভ্রমণ নিশ্চিত করতে প্রত্যেকটি ট্রেন উভয় দিকে চারটি করে ট্রিপের জন্য চলাচল করবে বলে এক প্রেস বার্তায় জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৩৩ নারেঙ্গি–গোরখপুর জংশন আগামী ৬ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার রওয়ানা দেবে। ট্রেনটি নারেঙ্গি থেকে ১৩:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৩:০০ ঘণ্টায় গোরখপুর জংশন পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৫৬৩৪ গোরখপুর জংশন-নারেঙ্গি ৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রত্যেক শুক্রবার রওয়ানা দেবে। ট্রেনটি গোরখপুর জংশন থেকে ২০:৫৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ২৩:১০ ঘণ্টায় নারেঙ্গি পৌঁছবে।

এভাবে স্পেশাল ট্রেন নম্বর ০৫৭৩৪ কাটিহার-অমৃতসর ৬ থেকে ২৭ মার্চ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার রওয়ানা দেবে। ট্রেনটি কাটিহার থেকে ১১:৪০ ঘণ্টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০০:১০ ঘণ্টায় অমৃতসর পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০৫৭৩৩ অমৃতসর-কাটিহার ৮ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রত্যেক শনিবার রওয়ানা দেবে। ট্রেনটি অমৃতসর থেকে ০৪:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে পরের দিন ১৫:০০ ঘণ্টায় কাটিহার পৌঁছবে।

এছাড়া স্পেশাল ট্রেন নম্বর ০২৫২৫ কামাখ্যা–আনন্দবিহার টার্মিনাল ৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রত্যেক শুক্রবার রওয়ানা দেবে। ট্রেনটি কামাখ্যা থেকে ২২:৪৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০৮:৫০ ঘণ্টায় আনন্দবিহার টার্মিনাল পৌঁছবে। একইভাবে, স্পেশাল ট্রেন নম্বর ০২৫২৬ (আনন্দবিহার টার্মিনাল-কামাখ্যা ৯ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক রবিবার রওয়ানা দেবে। ট্রেনটি আনন্দবিহার টার্মিনাল থেকে ১৭:২০ ঘণ্টায় রওয়ানা দিয়ে তৃতীয় দিন ০৩:৪০ ঘণ্টায় কামাখ্যা পৌঁছবে।

এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র ও উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে অধিসূচিত করা হচ্ছে। যাত্রার আগে এই বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা।

You might also like!