Country

2 months ago

Ratan Tata: মহাষষ্ঠীতেই শিল্পজগতে কালো ছায়া, প্রয়াত হলেন রতন টাটা!

Ratan Tata
Ratan Tata

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বার্ধক্যর বোঝা চেপেছিল তাঁর কাঁধে, তবুই অনুরাগীদের বিস্বাদ ছিল যে ফিরে আসবেন ভগবান। কিন্তু মহাষষ্ঠীতে মা বোধনেই নিভে গেল সব আলো। চিরঘুমের দেশে পাড়ি দিলেন রতন টাটা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

রতন টাটার ঘনিষ্ঠ এক সহযোগী প্রথম সংবাদ মাধ্যমকে জানান, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্যই পৌঁছন রতন টাটা। কিন্তু ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। 'সঙ্কটজনক' অবস্থায় ভর্তি করতে হয় ICU-তে। 

রতন টাটার ওই সহযোগী আরও জানান, বৃহস্পতিবার নিয়ে বিবৃতি জারি করা হবে সংস্থার তরফে। কিন্তু রতন টাটা যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, রাত থেকেই তা শোনা যেতে শুরু করে। শেষ পর্যন্ত তাঁর মৃত্যুর খবরে সিলমোহর পড়ল। 

You might also like!