Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Entertainment

6 months ago

The Sabarmati Report: প্রধানমন্ত্রীর বড়ো সিদ্ধান্ত,উত্তরপ্রদেশ-গুজরাটে করমুক্ত ‘দ্য সবরমতী রিপোর্ট’

The Sabarmati Report
The Sabarmati Report

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘দ্য সবরমতী রিপোর্ট’  ছবির ভূয়সী প্রশংসা করে নরেন্দ্র মোদি  এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘এই ছবির মাধ্যমেই সত্যিটা উন্মোচিত হল। খুব ভালো।’প্রধানমন্ত্রীর প্রশংসার পরই ধীরাজ সারনা পরিচালিত  বিক্রান্ত মাসে অভিনীত সিনেমার ভাগ্যোদয় হল। পর পর দুটি রাজ্য- উত্তরপ্রদেশ এবং গুজরাটে করমুক্ত হল ‘দ্য সবরমতী রিপোর্ট’।

বৃহস্পতিবার লখনউতে সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন যোগী আদিত্যনাথ। সেখানেই বিক্রান্ত-সহ সিনেমার কলাকুশলীদের সঙ্গে দেখা করে করমুক্ত করার কথা ঘোষণা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলও এক্স হ্যান্ডেলে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর ভূয়সী প্রশংসা করে করমুক্ত করার কথা ঘোষণা করলেন। ২০০২ সালের গোধরা কাণ্ড অবলম্বনে তৈরি সিনেমা ‘দ্য সবরমতী রিপোর্ট’-এ অভিনয়ের জন্য সম্প্রতি খুনের হুমকি পান বিক্রান্ত মাসে।  তবে এই বিতর্কিত ছবি রিলিজের তিন দিনের মাথাতেই খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে প্রশংসা আসে। এবার ভূপেন্দ্রর কথায়, গোধরা কাণ্ডের আসল সত্যিটা উন্মোচনের জন্য এই ছবিকে গুজরাটে করমুক্ত ঘোষণা করা হল। যে ছবির জন্য বিতর্ক সঙ্গী হয়েছে, খুনের হুমকি অবধি পেয়েছেন বিক্রান্ত মাসে, এবার সেই ছবি যখন দু দুটো রাজ্য সরকারের তরফে করমুক্ত ঘোষণা করা হল, তখন উচ্ছ্বসিত বিক্রান্ত মাসে। পালটা যোগী আদিত্যনাথকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা। তাঁর কথায়, “খুব গুরুত্বপূর্ণ একটা সিনেমা, সকলের অবশ্যই দেখা উচিত ‘দ্য সবরমতী রিপোর্ট’।” 



You might also like!