kolkata

1 week ago

Tathagata Roy: ‘আগরতলা লং মার্চ’ ভেস্তে যাওয়ায় ব্যঙ্গ তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১২ ডিসেম্বর : বিএনপির তিন অঙ্গসংগঠনের ‘ঢাকা টু আগরতলা লং মার্চ’ ভেস্তে যাওয়ায় বৃহস্পতিবার ব্যঙ্গ করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “বহ্বারম্ভে লঘুক্রিয়া !

পর্বতের মূষিক প্রসব !

মাহুত চ্যাঁচাচ্ছে, “হঠ জাও, হঠ জাও…হাতী পাদেগা*…পাদেগা…ফুসস…

এই রকম করে শেষ হয়ে গেল বাংলাদেশিদের আগরতলা ‘লং মার্চ’

*এর কোন পরিশীলিত প্রতিশব্দ খুঁজে পেলাম না বলে দুঃখিত।

প্রসঙ্গত, বুধবার খালেদা জিয়ার দল বিএনপির তিন অঙ্গসংগঠনের ‘ঢাকা টু আগরতলা লং মার্চ’ আখাউড়া চেক পোস্টের প্রায় এক কিলোমিটার আগেই আটকে দিল বাংলাদেশ প্রশাসন। এর পরে আখাউড়ার স্থলবন্দর সংলগ্ন মাঠে সমাবেশ করে ফিরে যান হাজার পাঁচেক গাড়িতে চড়ে আসা জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।

You might also like!