ম্যানচেস্টার, ১৩ ডিসেম্বর : ইউরোপা লিগের ম্যাচে চেক ক্লাব ভিক্টোরিয়া পলজেনকে ২-১ ব্যবধানে হারিয়ে দিল ইউনাইটেড। লিগে টানা তিন ম্যাচে জয় পেল তারা। বৃহস্পতিবার রাতে ম্যাচের প্রথম থেকে আক্রমণাত্মক ভূমিকা থাকলেও প্রথমার্ধে কোনও গোল করতে পারেনি ম্যান ইউ। ফলে গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধ।
বিরতির পরই ভিক্টোরিয়ার মাতেজ ভিয়াদরা দলকে ১-০তে এগিয়ে দেন। তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ৫৬ মিনিটে মার্কাস রাশফোর্ডের বদলি নামার পর ৬২ মিনিটে দলকে সমতায় ফেরান হইলুন্দ। এরপর আক্রমণের পর আক্রমণ করেও গোল পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড l অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত জয়ের গোল আসে ৮৮ মিনিটেl ব্রুনোর নিচু ফ্রি-কিক থেকে বল পেয়ে প্রতিপক্ষের একজনের বাধা কাটিয়ে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে দ্বিতীয় গোলটি করেন হইলুন্দ। এই জয়ে ৬ ম্যাচে ৩ জয় ও ৩ ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগ টেবিলের ৭ নম্বর স্থানে অবস্থান করছে রুবেন আমোরিমের শিষ্যরা।