Country

1 week ago

Piyush Goyal: সঞ্জীবনী হাসপাতাল সঞ্জীবনীকে সেবার মনোভাব নিয়ে কাজ করছে : পীযূষ গোয়েল

Piyush Goyal
Piyush Goyal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল  মুম্বইয়ের সঞ্জীবনী হাসপাতালের নতুন তলার উদ্বোধন করেছেন। হাসপাতাল ঘুরেও দেখেন কেন্দ্রীয় মন্ত্রী। চিকিৎসা ক্ষেত্রে সঞ্জীবনী হাসপাতালের প্রয়াসের প্রশংসা করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, "আমি সঞ্জীবনী হাসপাতালের সমস্ত ডাক্তার, সমস্ত সেবাদারদের অভিনন্দন জানাতে চাই। উত্তর মুম্বইতে স্বাস্থ্যসেবা পরিষেবার অভাব গত কয়েকদিন ধরে মানুষের মধ্যে আলোচনার বিষয় ছিল। আইসোলেটেড আইসিইউ একটি অত্যন্ত প্রয়োজনীয় সুবিধা ছিল। মানুষকে এখন আর বেশিদূর যেতে হবে না। সঞ্জীবনী হাসপাতাল সঞ্জীবনীকে সেবার মনোভাব নিয়ে কাজ করছে।"

You might also like!