Game

1 week ago

Barcelona: শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করল রিয়াল মাদ্রিদ, শীর্ষস্থানে থাকল বার্সেলোনাই

Real Madrid missed the opportunity to rise to the top, Barcelona remained at the top
Real Madrid missed the opportunity to rise to the top, Barcelona remained at the top

 

বার্সিলোনা, ১৫ ডিসেম্বর : শনিবার রাতে এস্তাদিও দে ভায়েকাসে স্বাগতিক রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে গোল খায় রিয়াল। দে ফ্রুতোসের ক্রসে উনাই লোপেজ হেড করে গোল করেন। ৩৬ মিনিটে আবার গোল খায় রিয়াল। মুমিন ব্যবধান দ্বিগুণ করেন। পালাজনের দারুণ কর্নারে আড়াআড়ি হেডে গোল করেন ঘানার এই ডিফেন্ডার।২ গোলে পিছিয়ে পড়ার ৩ মিনিট পর ব্যবধান কমায় রিয়াল। ডি বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করেন ফেদে ভালভার্দে। এটি তার এই মৌসুমে চতুর্থ গোল।এরপর রিয়াল ৪৫ মিনিটে সমতায় ফেরে। গোল করেন জুড বেলিংহ্যাম। রদ্রিগোর ক্রস থেকে হেড করে গোল করেন তিনি।দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে রিয়ালের রদ্রিগো গোল করেন। বল ভায়োকানোড় এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে জালে বল জড়ায়। রিয়াল এগিয়ে যায় ৩-২ গোলে।রিয়ালের এগিয়ে থাকার সেই গোল ৬৪ মিনিটে লুজনের ফ্রি-কিক থেকে শোধ দেয় পালাজান।এরপর দুই দল আক্রমণে গিয়ে একাধিক সুযোগ পেলেও গোল করতে পারেনি।এই ড্রয়ের ফলে শীর্ষস্থান দখলের সুযোগ হারালো রিয়াল। ১৭ ম্যাচে থেকে ১১ জয় ৪ ড্র এবং ২ হারে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। আর অ্যাতলেটিকো মাদ্রিদ ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে থাকল তিন নম্বরে।

You might also like!