ম্যানচেস্টার, ১২ ডিসেম্বর : চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১১ ডিসেম্বর) রাতে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার সিটি হেরে গেল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের কাছে। ম্যানচেস্টার সিটির খারাপ ফর্ম চলছেই। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে এই হারের ফলে গেলগর্দিওলার দলের কাছে পরের রাউন্ডে যাওয়া কঠিন হয়ে গেল। প্লে অফ খেলতে হলে সিটিকে অন্তত ২৪ এর মধ্যে থাকতে হবে।
ম্যাচে বল দখল ও আক্রমণে সিটিজেনরা এগিয়ে থাকলেও গোলের দেখা পায়নি। ম্যাচের প্রথম হাফ গোল শূন্য ছিলl দ্বিতীয় হাফের ৫৩ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে দেন দুসান ভ্লাহোভিচ। এরপর থুরামের পরিবর্ত হিসেবে নেমে ওয়েস্টন ম্যাকেনি ৭৫ মিনিটে বক্সের বাইরে থেকে দারুন এক ভলিতে জুভেন্টাসকে ২-০ গোলে এগিয়ে দেন। এরপর একের পর এক আক্রমণ করে আর ম্যাচে ফিরে আসতে পারেনি সিটি। ফলে ২ গোলে হেরে মাঠ ছাড়তে হয় ম্যানচেস্টার সিটিকে। এই জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে জুভেন্টাস। আর সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ২২-এ ম্যানচেস্টার সিটি।