Country

5 hours ago

Jammu and Kashmir:বান্দিপোরায় অস্ত্র ও গোলাবারুদ-সহ গ্রেফতার সন্ত্রাসবাদীদের এক সহযোগী

An accomplice of terrorists arrested along with arms and ammunition in Bandipora
An accomplice of terrorists arrested along with arms and ammunition in Bandipora

 

জম্মু, ২২ ডিসেম্বর : শনিবার গভীর রাতে কাশ্মীরের বান্দিপোরার নাদিহাল এলাকায় সন্ত্রাসবাদীদের এক সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদ-সহ গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, নাদিহালে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ নাকাতল্লাশি চলাকালীন একজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করার সময় সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেইসময় নিরাপত্তা বাহিনী তাকে ধরে ফেলে। জানা যাচ্ছে, শোয়েব ওয়াসিম আহমেদ মালিক নামে ওই ব্যক্তি বান্দিপোরার রামপুরার বাসিন্দা। তার কাছ থেকে একটি পিস্তল, একটি হ্যান্ড গ্রেনেড ও ১৫টি গুলি উদ্ধার করা হয়েছে।

You might also like!