Game

1 week ago

Brazil has a new contract with Nike: নাইকির সঙ্গে নতুন চুক্তি ব্রাজিলের

Brazil has a new contract with Nike
Brazil has a new contract with Nike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন চুক্তিটির মেয়াদ ১২ বছরের। অর্থাৎ ব্রাজিলের সঙ্গে নাইকির চুক্তি হল ২০৩৮ সাল পর্যন্ত। সর্বশেষ চুক্তিটি ছিল ২০২৬ সাল পর্যন্ত।

নতুন এই চুক্তির মূল্য ১০ কোটি ডলার। এর পাশাপাশি ব্রাজিলের জার্সি বিক্রি থেকে রয়্যালটির টাকাও পাবে ব্রাজিল। আর নতুন এই চুক্তির পর প্রথমবারের মতো লাইসেন্স করা পণ্যের এবং বিশ্বজুড়ে অনুমোদিত দোকান খোলার অনুমতি দিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন।


You might also like!