নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়া থেকে ৭৫ জন ভারতীয়কে নিরাপদে পার করানো হয়েছে। মঙ্গলবার রাতে জানিয়েছে বিদেশ মন্ত্রক। উদ্ধার হওয়া ভারতীয়দের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন। তাঁরা সিরিয়ার সাইদা জনাব অঞ্চলে আটকে পড়েছিলেন। ৭৫ জন ভারতীয়কেই সিরিয়ার সীমান্ত পার করিয়ে সংলগ্ন লেবাননে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে বিমানে তাঁদের ভারতে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ভারত সরকার ৭৫ জন ভারতীয়কে সিরিয়া থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। সেদেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই এই সিদ্ধান্ত। এঁদের মধ্যে রয়েছেন জম্মু ও কাশ্মীরের ৪৪ জন জাইরিন (তীর্থযাত্রী)। তাঁরা সাইদা জনাবে আটকে ছিলেন। সেই সঙ্গে জানানো হয়েছে বিদেশে থাকা ভারতীয় নাগরিকদের সুরক্ষায় সর্বাধিক অগ্রাধিকার দেয় ভারত সরকার।
সিরিয়ায় থাকা অন্যান্য ভারতীয়দের উদ্দেশ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে দামাস্কাসের ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে। জানানো হয়েছে, +৯৬৩৯৯৩৩৮৫৯৭৩ নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপে অথবা hoc.damascus@mea.gov.in ইমেলে যোগাযোগ করতে।