শান্তিপুর, ১০ ডিসেম্বর : ঘন কুয়াশার জেরে পথ দুর্ঘটনা। আর সেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল তিনজনের। মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার শান্তিপুরের বাইপাস এলাকায়। কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে শান্তিপুরে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারে একটি সবজি বোঝাই গাড়ি। সেই গাড়িতেই ছিলেন তিনজন ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পর দুর্ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ।