Breaking News
 
IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন West Bengal government :আর গাফিলতি নয়! সরকারি প্রকল্পে 'জিয়ো ট্যাগিং' বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল অর্থ দফতর PM Modi:ভুটান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা মোদির: 'ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না' Delhi blast: গ্রেপ্তারির ভয়? মূল পাণ্ডার ছবি প্রকাশ, গাড়িতে চেপে ফিদায়েঁ হামলা চালিয়েছে দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড Mamata Banerjee:কেন্দ্রের স্বীকৃতিতে শ্রেষ্ঠ 'যাত্রী সাথী': বাংলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

Game

2 hours ago

IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

Sanju-Jadeja
Sanju-Jadeja

 

নয়াদিল্লি: গত দু’সপ্তাহ ধরে রাজস্থান রয়্যালসের (RR) অধিনায়ক সঞ্জু স্যামসনের চেন্নাই সুপার কিংসে (CSK) যোগদানের যে জল্পনা চলছিল, চেন্নাইয়ের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই চর্চাকে আরও উসকে দিল। সঞ্জু স্যামসনের জন্মদিনে সিএসকে-এর অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে শুভেচ্ছা জানানো হয়।

এই পোস্টের পরই ক্রিকেট সমর্থকরা মনে করছেন যে সঞ্জুর চেন্নাইয়ে আসা এখন কেবল সময়ের অপেক্ষা। শুধু শুভেচ্ছা বার্তা নয়, একাধিক সূত্র ও রিপোর্ট মারফত জানা যাচ্ছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজার মধ্যে হতে চলা ট্রেড ডিলে আনুষ্ঠানিক সিলমোহর পড়তে পারে। এই ডিল নিশ্চিত হলে দুই ফ্র্যাঞ্চাইজি দলই বড়সড় পরিবর্তন দেখবে।

ক্রিকবাজে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাডেজার ট্রেড ডিল পূরণ করার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সেটা, এমনটাই জানা গিয়েছে। সোমবার পর্যন্ত BCCI বা IPL কর্তৃপক্ষ, কাউকেই এই নিয়ে জানানো হয়নি দুই দলের পক্ষ থেকে। তবে স্যামসন, জাডেজা এবং স্যাম কারেন- তিন ক্রিকেটারেরই সম্মতি পাওয়া গিয়েছে। এটা থেকে স্পষ্ট হয়েছে আরও একটা বিষয়। মাথিশা পাথিরানা বা ডেওয়াল্ড ব্রেভিস নয়, জাডেজার সঙ্গে স্যাম কারেনকে নিতেই রাজি হয়েছে রাজস্থান শিবির।

সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাডেজা, দুই ক্রিকেটারকেই ১৮ কোটি টাকা দিয়ে ২০২৫ সালের IPL-এর আগে ধরে রেখেছিল তাঁদের দল। এ বার সময় দল বদলের। তবে স্যাম কারেনের ট্রেড ডিলের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ নিতে হবে চেন্নাই ও রাজস্থানকে।এই সমস্ত কাজ মিটলেই দু’দিনের মধ্যে আনুষ্ঠানিক ভাবে ট্রেড ডিল সম্পন্ন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন দেখার সঞ্জু দল ছাড়লে রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন কে। তবে এই দৌড়ে রিয়ান পরাগ বা যশস্বী জয়সওয়াল নয়, ধ্রুব জুরেল এগিয়ে আছেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

You might also like!