
কলকাতা, ১০ নভেম্বর : বেঙ্গালুরুতে রবিবার দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৪১৭ রানের লক্ষ্য তাড়ায় ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ‘এ’ দলগুলোর ম্যাচে সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি। মাস দেড়েক আগেও চারশ রান তাড়ায় জয় ছিল না কারো। গত সেপ্টেম্বরের শেষ দিকে এই নজির গড়ে ভারত ‘এ’ দল। লখনউতে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে ৪১২ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে হারিয়ে দেয় তারা অস্ট্রেলিয়া ‘এ’ দলকে। সেই রেকর্ড ভেঙে এবার নতুন চূড়ায় উঠল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। ২০১৬ সালের পর থেকে ভারতের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়ায় জয় এটি, দেশটিতে সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে এর চেয়ে বেশি রান তাড়ায় জয় আছে পাঁচটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের আসন্ন টেস্ট সিরিজের দলে থাকা রিশাভ পন্থ, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, আকাশ দীপ এই ম্যাচে খেলেছেন ‘এ’ দলের হয়ে। তাঁদের মধ্যে ম্যাচে সবচেয়ে উজ্জ্বল জুরেল। দুই ইনিংসেই তিনি করেছেন অপরাজিত সেঞ্চুরি (১৩২ ও ১২৭)। দ্বিতীয় ইনিংসে ৫৪ বলে ৬৫ রানের ইনিংস খেলেছেন পন্থ। দুই ম্যাচের সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। এখন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।
