Country

6 hours ago

ESTIC 2025: সোমবার উদীয়মান বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ২০২৫ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

PM Modi to inaugurate Emerging Science and Technology Innovation Conclave
PM Modi to inaugurate Emerging Science and Technology Innovation Conclave

 

নয়াদিল্লি, ৩ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার (৩ নভেম্বর) সকাল ৯:৩০ মিনিটে দিল্লির ভারত মণ্ডপমে উদীয়মান বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন কনক্লেভ (ইএসটিআইসি) ২০২৫ উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উপস্থিত জনগণের উদ্দেশে ভাষণ দেবেন। এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)। 

পিআইবি-র তরফে জানানো হয়েছে, দেশে গবেষণা ও উন্নয়ন বাস্তুতন্ত্রের উন্নয়নে এক বিরাট অবদানের জন্য, প্রধানমন্ত্রী ১ লক্ষ কোটি টাকার গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্প তহবিল চালু করবেন। এই প্রকল্পের লক্ষ্য দেশে বেসরকারি খাত-চালিত গবেষণা ও উন্নয়ন বাস্তুতন্ত্রকে উৎসাহিত করা।

ইএসটিআইসি ২০২৫ ৩-৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই কনক্লেভে নোবেল বিজয়ী, বিশিষ্ট বিজ্ঞানী, উদ্ভাবক এবং নীতিনির্ধারকদের পাশাপাশি শিক্ষা, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং সরকারের ৩,০০০ জনেরও বেশি অংশগ্রহণকারী একত্রিত হবেন। আলোচনায় ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিক ক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে রয়েছে উন্নত উপকরণ ও উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব-উৎপাদন, নীল অর্থনীতি, ডিজিটাল যোগাযোগ, ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর উৎপাদন, উদীয়মান কৃষি প্রযুক্তি, শক্তি, পরিবেশ ও জলবায়ু, স্বাস্থ্য ও চিকিৎসা প্রযুক্তি, কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ প্রযুক্তি।

ইএসটিআইসি ২০২৫-এ শীর্ষস্থানীয় বিজ্ঞানীদের আলোচনা, প্যানেল আলোচনা, উপস্থাপনা এবং প্রযুক্তি প্রদর্শনী থাকবে, যা ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বাস্তুতন্ত্রকে শক্তিশালী করার জন্য গবেষক, শিল্প এবং তরুণ উদ্ভাবকদের মধ্যে সহযোগিতার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে।

You might also like!