দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: স্থানীয় তৃণমূল নেত্রী হওয়ায় বিতর্ক, নির্বাচন কমিশন ব্যারাকপুরের বিএলও পূর্ণিমা বন্দ্যোপাধ্যায়কে সরাল।অভিযোগ, সম্প্রতি পূর্ণিমাকে টিটাগড় শহর মহিলা তৃণমূলের সভানেত্রী করা হয়েছে। তিনি টিটাগড় পুরসভার আশাকর্মী। এটা জানার পর বিজেপি নির্বাচন কমিশনকে অভিযোগ জানায়। এর পরই বিষয়টি খতিয়ে দেখে কমিশন তাঁকে সরিয়ে দেয়। পূর্ণিমা বলেন, বিজেপি তাঁকে ভয় পাচ্ছে, তাই এত আপত্তি।
অন্যদিকে, একই অভিযোগ উঠেছে বরাহনগরে। দক্ষিণ বরাহনগর যুব তৃণমূল সভাপতি সুজিত ঘোষ ওরফে জন্টি পেশায় বরাহনগরের বিকেসি কলেজের গ্রন্থাগারিক। তিনি বরাহনগরের ৪৯ নম্বর পার্টের বিএলও। এ নিয়ে সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপির মণ্ডল সভাপতি সৌমেন মিস্ত্রি বলেন, 'তৃণমূল নেতাকে বিএলও বানানো হয়েছে। এমন বহু অস্থায়ী কর্মীকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছে। এদের দায়িত্ব থেকে সরাতে হবে।'
সুজিত ঘোষ বলেন, 'আমাকে কয়েক মাস আগে বিএলও হিসেবে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। আর যুব তৃণমূলের দায়িত্ব পেয়েছি পুজোর আগে। বিরোধী বহু দলের সমর্থকও বিএলও আছেন।'
