
কলকাতা, ৩ নভেম্বর : সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকবে। আকাশ পরিষ্কার হবে। এমনই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে।
হাওয়া অফিস জানিয়েছে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। এই দিনগুলি বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। যদিও দক্ষিণবঙ্গে আগামী বুধ এবং বৃহস্পতিবার নাগাদ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে আবহবিদেরা জানান, সেই বৃষ্টি কলকাতা এবং বিস্তীর্ণ দক্ষিণবঙ্গে প্রভাব ফেলবে না। বুধ ও বৃহস্পতিবারে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায়।
এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও সোমবার থেকে শুকনো আবহাওয়া ফিরে আসবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
