Country

2 hours ago

Rituraj Kishore Sinha: "বিকশিত বিহার"-এর জন্য ভোট দিলেন ঋতুরাজ সিনহা

Rituraj Kishore Sinha
Rituraj Kishore Sinha

 

পাটনা, ৬ নভেম্বর : গণতন্ত্রের উৎসবে শামিল হয়েছেন বিজেপি নেতা ঋতুরাজ সিনহা। বৃহস্পতিবার সকালে পাটনার একটি পোলিং বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি। ভোট দেওয়ার পর ঋতুরাজ বলেন, বিকশিত বিহারের লক্ষ্যে ভোট দিয়েছেন। এদিন সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেন ঋতুরাজ। ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "আমার ভোট 'বিকশিত বিহার'-এর পক্ষে, উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য এবং ডাবল-ইঞ্জিন সরকারের পক্ষে।"

You might also like!