Game

1 hour ago

Ligue 1 2025-26: রোমাঞ্চকর লড়াই, জয় পেল পিএসজি

Joao Neves; Ligue 1 2025-26
Joao Neves; Ligue 1 2025-26

 

প্যারিস, ১০ নভেম্বর : রবিবার রাতে লিগ আঁয় রোমাঞ্চকর ম্যাচটি ৩-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল লিওঁকে হারিয়ে। দারুণ এই জয়ে আবার শীর্ষে ফিরল তারা। ওয়ারেন জাইরে এমেরির গোলে পিএসজি এগিয়ে যাওয়ার পর সমতা টানেন মোরেইরা। একটু পর খাভিচা কাভারাৎস্খেলিয়ার গোলে আবার এগিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ব্যবধানও ঘুচিয়ে দেন মাইটল্যান্ড-নাইল্স। তবে শেষ সময়ে জোয়াও নেভেসের গোলটির জবাব আর দিতে পারেনি লিওঁ। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে হারের পর জয়ে ফিরল পিএসজি। ১২ ম্যাচে আট জয় ও তিন ড্রয়ে ২৭ পয়েন্ট ফরাসি চ্যাম্পিয়নদের। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া মার্সেইয়ের পয়েন্ট ২৫।

You might also like!