
দ্বারভাঙ্গা, ৬ নভেম্বর : সপরিবারের ভোট দিলেন বিকাশশীল ইনশান পার্টির প্রধান মুকেশ সাহানি। বৃহস্পতিবার সকালে বিহারের দ্বারভাঙ্গায় পরিবারের সদস্যদের সঙ্গে গণতন্ত্রের উৎসবে শামিল হন মহাজোটের উপমুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। ভোট দেওয়ার জনগণকেও বিপুল সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। মুকেশ সাহানি বলেন, "আমার বার্তা হল, প্রত্যেকেরই ঘর থেকে বের হয়ে ভোট দেওয়া উচিত - একটি উন্নত সরকার এবং উন্নত বিহারের জন্য। গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য ভোট দিন। এই দেশ আপনার, কোনও রাজনীতিকের নয়। জনগণ এই দেশের মালিক। তাঁরা প্রতি ৫ বছর অন্তর ভোট দেওয়ার সুযোগ পায়, তাই আপনার ভোটাধিকার ব্যবহার করুন।"
