Country

4 hours ago

Bihar assembly polls: দুই ছেলেকেই শুভেচ্ছা রাবড়ী দেবী-র

Former CM Rabri Devi
Former CM Rabri Devi

 

পাটনা, ৬ নভেম্বর : তেজস্বী এবং তেজপ্রতাপ— দুই সন্তানকেই শুভেচ্ছা জানালেন লালু-পত্নী রাবড়ী দেবী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ী দেবী বলেন, “দুই সন্তানের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে। তেজপ্রতাপ নিজের মতো লড়ছে। আমি তাঁদের (তেজস্বী এবং তেজপ্রতাপ) মা। দু’জনের জন্যই আমার শুভেচ্ছা রয়েছে।” প্রসঙ্গত, ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার কারণে জ্যেষ্ঠপুত্র তেজপ্রতাপকে দল এবং পরিবার থেকে বিতাড়িত করেছেন লালু। তার পর ‘জনশক্তি জনতা দল’ গঠন করেছেন তেজপ্রতাপ। ২২টি আসনে প্রার্থী দিয়েছে তাঁর দল। নিজের পুরনো কেন্দ্র মহুয়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তেজপ্রতাপ। অন্য দিকে, রাঘোপুর কেন্দ্র থেকে আরজেডির টিকিটে লড়ছেন লালু-রাবড়ীর কনিষ্ঠপুত্র তেজস্বী। বৃহস্পতিবার দুই কেন্দ্রেই ভোটগ্রহণ চলছে। এমন সময়ে দুই ছেলেকেই শুভেচ্ছা জানালেন রাবড়ি দেবী।

You might also like!