
কলকাতা, ১১ নভেম্বর : শীতের আমেজ বাংলা জুড়ে। ভোরে হালকা কুয়াশা, শীতের অনুভূতি, বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়াতেও সেই শিরশিরানি। শহর কলকাতাতেও শীতের ছোঁয়া। পশ্চিমের জেলাগুলিতেও শীতের কামড় টের পাওয়া যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার খুব সকালে ও রাতে ঠান্ডা টের পাওয়া যাবে। বেলা বাড়লে অবশ্য সেই আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।
উত্তরবঙ্গেরও বেশিরভাগ জেলায় এদিন সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা। তবে উত্তরের পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। আপাতত গোটা বঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া। আগামী চার-পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা এই মুহূর্তে নেই।
