Country

1 week ago

Narendra Modi: বিশিষ্ট তামিল কবি সুব্রহ্মণ্যম ভারতীর রচনা সংকলন প্রকাশ করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট তামিল কবি ও স্বাধীনতা সংগ্রামী সুব্রহ্মণ্যম ভারতীর রচনা সমগ্রর সংকলন প্রকাশ করবেন। বুধবার দুপুর ১টায় এই অনুষ্ঠানটি ৭ লোককল্যাণ মার্গে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সুব্রহ্মণ্যম ভারতীর রচনা মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেছিল। ভারতীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যকে তিনি সহজ ভাষায় সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। ২৩ খন্ডে সম্পূর্ণ এই সংগ্রহটি সম্পাদনা করেছেন সিনি বিশ্বনাথন। এই সংকলনে সুব্রহ্মণ্যম ভারতীর চিন্তাভাবনা সম্পর্কে বিভিন্ন ব্যক্তির লেখাও সঙ্কলিত হয়েছে।

You might also like!