Country

5 hours ago

Death toll rises to two after multi-storey collapse in Mohali:মোহালিতে বহুতল ভেঙে মৃতের সংখ্যা বেড়ে দুই

Death toll rises to two after multi-storey collapse in Mohali
Death toll rises to two after multi-storey collapse in Mohali

 

চণ্ডীগড়, ২২ ডিসেম্বর : পঞ্জাবের চণ্ডীগড়ের কাছে মোহালিতে শনিবার সন্ধ্যায় একটি বহুতল ভবন ভেঙে পড়ে। তাতে আগেই একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। রবিবার সকালে আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয় বলে জানিয়েছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে, ধ্বংসস্তূপের নীচে ১০-১৫ জন আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

শনিবার সন্ধ্যা নাগাদ মোহালির সোহানা এলাকায় একটি বহুতল হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। স্থানীয়দের তরফে জানা গিয়েছে, হঠাৎ বিকট শব্দ শুনে ছুটে আসেন তাঁরা। দেখা যায়, বহুতলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ ও দমকলের পাশাপাশি ছুটে আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে সময় যত গড়াচ্ছে আশঙ্কা আরও বাড়ছে বলেই এক উদ্ধারকারী জানিয়েছেন।

You might also like!