কলকাতা, ৯ ডিসেম্বর : রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্ট জিতে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় দল হিসেবে তাঁরা ৪০০তম টেস্ট ম্যাচ জিতল। তবে প্রথম দল হিসেবে এই কীর্তি গড়েছে অস্ট্রেলিয়া। ১০৮২তম ম্যাচে ৪০০তম টেস্ট জয়ের কীর্তি গড়েছে ইংল্যান্ড। অন্যদিকে ৮৪৮ ম্যাচে অস্ট্রেলিয়ার জয় ৪১৫টি।
অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ধারেকাছেও নেই অন্য দলগুলো। ৪০০তম ম্যাচ কেন ২০০তম টেস্ট জয়ের রেকর্ডও নেই অন্যদের। তৃতীয় সর্বোচ্চ ১৮৪ টেস্ট জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পরের দুই স্থানে আছে দক্ষিণ আফ্রিকা (১৮২) ও ভারত (১৮১)। অন্যদিকে ষষ্ঠ দল হিসেবে ১৫০ টেস্ট জয়ের কীর্তি আছে পাকিস্তানের। আর দুটি দলের ১০০ টেস্ট জয়ের কীর্তি আছে। তাঁরা হচ্ছে-নিউজিল্যান্ড (১১৮) ও শ্রীলঙ্কা (১০৬)।