Breaking News
 
IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের ISL: আইএসএলের ভাগ্য ঝুলে, সমাধানে আজ সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে ফেডারেশন West Bengal government :আর গাফিলতি নয়! সরকারি প্রকল্পে 'জিয়ো ট্যাগিং' বাধ্যতামূলক করে নির্দেশিকা জারি করল অর্থ দফতর PM Modi:ভুটান থেকে দিল্লি বিস্ফোরণ নিয়ে কড়া বার্তা মোদির: 'ষড়যন্ত্রকারীরা কেউ রেহাই পাবে না' Delhi blast: গ্রেপ্তারির ভয়? মূল পাণ্ডার ছবি প্রকাশ, গাড়িতে চেপে ফিদায়েঁ হামলা চালিয়েছে দিল্লি বিস্ফোরণের মাস্টারমাইন্ড Mamata Banerjee:কেন্দ্রের স্বীকৃতিতে শ্রেষ্ঠ 'যাত্রী সাথী': বাংলার এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

 

West Bengal

11 months ago

Blast in Murshidabad: মুর্শিদাবাদে বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ; ভেঙে পড়ল বাড়ি, মৃত ৩

Murshidabad Blast
Murshidabad Blast

 

মুর্শিদাবাদ, ৯ ডিসেম্বর : মুর্শিদাবাদ জেলার সাগরপাড়ায় বোমা ফেটে ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি। বাড়িতে বোমা বাঁধার সময় তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে সাগরপাড়ার খয়েরতলার। মৃতদের নাম সাকিরুল সরকার, মামন মোল্লা ও মুস্তাকিন সেখ। মৃতদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলা ও বাকি একজনের বাড়ি সাগরপাড়ার মাহাতাব কলোনি এলাকায়। বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির ছাদ। খবর পেয়ে অকুস্থলে পৌঁছেছে সাগরপাড়া থানার পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, রবিবার রাতে মামুন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় হঠাৎ বিস্ফোরণে ঘটনাস্থলেই একজন মারা যান। বাকি দু'জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। পাশাপাশি, ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকেও। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বোমা বাঁধার সময়ই এই বিস্ফোরণ ঘটে। তবে এই ঘটনার পেছনে অন্য কোনও অপরাধমূলক উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মুর্শিদাবাদের জলঙ্গি অঞ্চল বাংলাদেশের সীমান্তের কাছাকাছি। এই বিস্ফোরণের ঘটনা সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। সীমান্ত এলাকা হওয়ায় অনুপ্রবেশ এবং অপরাধমূলক কার্যকলাপের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ঘটনার পর থেকেই খয়েরতলা গ্রামে চরম উত্তেজনা রয়েছে। স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করলেও তাদের মধ্যেও বিস্ফোরণের আতঙ্ক স্পষ্ট। বিস্ফোরণের পর আরও কোনও ক্ষতির আশঙ্কা রয়েছে কি না, তা নিয়ে উদ্বেগে রয়েছেন এলাকাবাসী।


You might also like!