kolkata

2 months ago

Junior Doctor Protest: অনশনে চতুর্থ দিনে এল মুখ্যসচিবের মেল! কত জন ডাক্তার যাবেন বৈঠকে?

Junior Doctor Strike
Junior Doctor Strike

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- অবশেষে আজ এল নবান্ন থেকে ইমেল। অনশনের ৪দিনের মাথায় জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকল সরকার। জুনিয়র ডাক্তারদের ইমেল মুখ্যসচিবের। আজ রাত পৌনে ৮টায় স্বাস্থ্য ভবনে বৈঠকে আসার আহ্বান। আন্দোলনকারীদের ৮-১০ জন প্রতিনিধিকে বৈঠকে ডাক। 

প্রসঙ্গত, গত ৫ই অক্টোবর জুনিয়র ডাক্তাররা ১০ দফা দাবি তুলে আমরণ অনশন শুরু করেন। সেই অনশন মঞ্চে ৭ জন জুনিয়র চিকিৎসক আমরণ অনশন করছেন। অন্যদিকে আজই রাজ্যপাল সিভি আনন্দ বোস যাচ্ছেন অনশন মঞ্চে। 

You might also like!