Game

4 days ago

Nigeria forward Ademola Lookman: আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন নাইজেরিয়ার লুকম্যান

Nigeria forward Ademola Lookman
Nigeria forward Ademola Lookman

 

মারাকেচ, ১৭ ডিসেম্বর  : নাইজেরিয়ার ফরোয়ার্ড অ্যাডেমোলা লুকম্যান সোমবার আফ্রিকান ফুটবল কনফেডারেশন কর্তৃক বর্ষসেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন।

মে মাসে ডাবলিনে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে অসাধারণ ফুটবল খেলে তাঁর ইতালীয় ক্লাব আটলান্টাকে জিতিয়েছিলেন। বছরের শুরুতে নাইজেরিয়াকে আইভরি কোস্টে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন।লন্ডনে জন্মগ্রহণকারী লুকম্যান, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন, ফুলহ্যাম এবং লিসেস্টার সিটির হয়ে খেলেছেন, গত মরসুমে আটলান্টার হয়ে ১৭টি গোল করেছেন এবার ইতিমধ্যেই এই অভিযানে ১১টি গোল করেছেন। তিনি ২০২২ সালে সেরি এ ক্লাবে চলে যান।

লুকম্যান বলেছেন, "এই পুরস্কারটি একটি আশীর্বাদ, আফ্রিকার সেরা খেলোয়াড় হিসাবে স্বীকৃতি পাওয়া অবিশ্বাস্য কিছু"।

You might also like!