কলকাতা, ১০ ডিসেম্বর : ফিফপ্রোর ২০২৪ সালের সেরা একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকার। এবারের একাদশে সবচেয়ে বেশি ৬ জন আছেন চ্যাম্পিয়ন লিগ জয়ী রিয়াল মাদ্রিদ থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন।
প্রায় ২০ বছরের মধ্যে এবারই প্রথম এই একাদশে জায়গা পাননি মেসি। ২০০৭ সালে প্রথম এই একাদশে জায়গা পাওয়া মেসি টানা রেকর্ড সর্বোচ্চ ১৭ বার জায়গা পান ৮ বারের বর্ষসেরা ফুটবলার। ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি।পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো) ওয়েবসাইটে সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে।