Game

1 week ago

International Football: বর্ষসেরা একাদশে রিয়ালের আধিপত্য, নেই মেসি

FIFPRO 2024
FIFPRO 2024

 

কলকাতা, ১০ ডিসেম্বর : ফিফপ্রোর ২০২৪ সালের সেরা একাদশে জায়গা হয়নি আর্জেন্টাইন তারকার। এবারের একাদশে সবচেয়ে বেশি ৬ জন আছেন চ্যাম্পিয়ন লিগ জয়ী রিয়াল মাদ্রিদ থেকে। ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির আছেন ৪ জন।

প্রায় ২০ বছরের মধ্যে এবারই প্রথম এই একাদশে জায়গা পাননি মেসি। ২০০৭ সালে প্রথম এই একাদশে জায়গা পাওয়া মেসি টানা রেকর্ড সর্বোচ্চ ১৭ বার জায়গা পান ৮ বারের বর্ষসেরা ফুটবলার। ৭০টি দেশের ২১ হাজারের বেশি ফুটবলারের ভোটে প্রতি বছরের সেরা একাদশ ঘোষণা করে সংস্থাটি।পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠনের (ফিফপ্রো) ওয়েবসাইটে সোমবার বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে।

You might also like!