নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার রাজ্যসভায় নাড্ডা বলেছেন, "ইতিহাস সাক্ষী রয়েছে, আমি এখানে উল্লেখ করতে চাই, সাংবিধানিক ব্যবস্থা অথবা সংসদীয় অনুশীলনের প্রতি কংগ্রেসের কোনও সম্মান নেই। "
নাড্ডা আরও বলেছেন, "গতকাল তারা যে সংবাদ সম্মেলন করেছে, তা মূল বিষয়গুলি থেকে দেশের মনোযোগ সরানোর প্রচেষ্টা। যেমনটি আমি গতকাল উল্লেখ করেছি। দেশ জানতে চায় কংগ্রেস দলের সবচেয়ে প্রবীণ নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সোরোসের সম্পর্ক কী।"