Breaking News
 
F-35 crash:ক্যালিফোর্নিয়ার আকাশে ভয়াবহ দুর্ঘটনা, ভস্মীভূত মার্কিন এফ-৩৫ জেট Nabanna: নাইট শিফটে মহিলা কর্মীদের সুরক্ষায় গাইডলাইন আনতে চলেছে রাজ্য সরকার, প্রস্তুত খসড়া প্রস্তাব! President Droupadi Murmu to visit West Bengal: কল্যাণী এইমসের সমাবর্তনে যোগ দিতে আজ বাংলায় আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যাবেন দক্ষিণেশ্বরেও! New York shooting: মিডটাউন ম্যানহাটনে বন্দুকবাজের হামলায় নিহত ৪, মৃতদের মধ্যে পুলিশ অফিসারও; আততায়ী নিকেশ! CM Mamata Benerjee: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে ফের সরব মুখ্যমন্ত্রী, বোলপুর প্রশাসনিক বৈঠকে উন্নয়নের রূপরেখা স্থির! Thailand-Cambodia Conflict: দক্ষিণ-পূর্ব এশিয়ায় উত্তেজনার বিস্ফোরণ — থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষে প্রাণ গেল ১২ জনের!

 

West Bengal

7 months ago

Bangladesh Issue: বাংলাদেশে অত্যাচারের আশঙ্কায় এপারে পালিয়ে এল এক নাবালিকা

Bangladesh Border
Bangladesh Border

 

নদিয়া, ১১ ডিসেম্বর : ইসকনের ভক্ত— এই অপরাধে সকাল বিকেল বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি আসছিল৷ প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত বিপদ মাথায় নিয়েই মেয়েকে সীমান্ত পেরিয়ে ভারতে আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন বাবা-মা৷

ওই নাবালিকার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়৷ তার পরিবার ইসকন ভক্ত৷ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পরই বাংলাদেশ জুড়ে ইসকনের সাধু সন্ন্যাসী এবং ভক্তদের উপরে অত্যাচার শুরু হয়েছে বলে অভিযোগ৷ আক্রান্ত হচ্ছেন অন্যান্য সংখ্যালঘুরাও৷

ইসকন ভক্ত হওয়ায় ওই নাবালিকা এবং তাঁর পরিবারও হুমকির মুখে পড়ে৷ ওই নাবালিকাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ৷ ওই নাবালিকার বাবা- মা দু জনেই অসুস্থ৷ তাই বাধ্য হয়েই ওই নাবালিকাকে সীমান্ত পেরিয়ে জলপাইগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে আসতে বলেন তাঁরা৷

যদিও শেষ রক্ষা হল না, উত্তর দিনাজপুরের চোপড়ায় ফতেপুর এলাকার সীমান্ত দিয়ে লুকিয়ে ভারতে ঢুকতে গিয়েছিল সে। বেআইনি ভাবে সীমান্ত পেরিয়ে ভারতে পা দিতেই মঙ্গলবার রাতে বিএসএফ-এর হাতে ধরা পড়ে যায় ওই নাবালিকা৷ আপাতত ওই নাবালিকাকে হোমে পাঠিয়েছে পুলিশ৷

You might also like!