kolkata

1 hour ago

Sunil Gavaskar : জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা দেবেন গাভাস্কার

Sunil Gavaskar and Jagmohan Dalmiya (symbolic picture)
Sunil Gavaskar and Jagmohan Dalmiya (symbolic picture)

 

কলকাতা, ৮ নভেম্বর  : ১৩ নভেম্বর কলকাতায় জগমোহন ডালমিয়া স্মারক বক্তৃতা দেবেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন অনুষ্টানের মূল বক্তা হবেন গাভাস্কার। ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি আইকনিক ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটিকে বিশেষ করে তুলতে, সিএবি এই সিদ্ধান্ত নিয়েছে, যা ২০১৯ সাল থেকে অনুষ্ঠিত হতে পারেনি। কিছু ক্রিকেট তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে, তবে বিসিসিআইয়ের আধিকারিকরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলে সম্ভাবনা রয়েছে, যা ২০১৫ সালে প্রয়াত সিএবি, বিসিসিআই এবং আইসিসির প্রাক্তন প্রধান ডালমিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠিত হচ্ছে।উল্লেখ,এর আগে জল্পনা ছিল যে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন প্রশাসক ডঃ আলী বাচার বক্তৃতার শিরোনাম হতে পারেন, তবে, অভিজ্ঞ প্রশাসকের স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি আসতে পারছেন না।

You might also like!