রিয়াদ, ১২ ডিসেম্বর : সৌদি আরব ২০৩৪–এর ২৫তম বিশ্বকাপের আয়োজক হবে। বুধবার রাতে জুরিখ থেকে এল আনুষ্ঠানিক খবর। ২০৩০ বিশ্বকাপ হবে ৩ মহাদেশের ৬ দেশে।
একমাত্র দেশ হিসেবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছিল সৌদি আরব। বুধবার ভার্চুয়াল এক মিটিংয়ে সৌদি আরবের আয়োজক স্বত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।
তবে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও আছে। কারণ সৌদি আরবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছেl তাছাড়া সব লিঙ্গের মানুষের অধিকারও সুরক্ষিত নয় বলা হচ্ছে। কিন্তু এইসব দূরে সরিয়ে সৌদি আরব আশ্বাস দিয়েছে বিশ্বকাপ তাঁদের দেশে একটা উল্লেখযোগ্য পরিবর্তনে ভূমিকা রাখবে।