Country

1 week ago

Weather Report: মাউন্ট আবুতে হিমাঙ্কের নীচে তাপমাত্রা, শীতে কাঁপছে সমগ্র উত্তর ভারত

North India weather
North India weather

 

নয়াদিল্লি ও জয়পুর, ১২ ডিসেম্বর : ঠান্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত। কোথাও তাপমাত্রা হিমাঙ্কের নীচে পৌঁছেছে, কোথাও আবার হিমাঙ্কের কাছাকাছি। হাড় জমিয়ে দেওয়া ঠান্ডায় যখন লড়াই চালাচ্ছে উত্তর ভারতের রাজ্যগুলি, তার সঙ্গে ঘন কুয়াশার দাপট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হচ্ছে। দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে, অন্য দিকে, রাজস্থানের বহু জায়গায় শূন্যে নেমে গিয়েছে তাপমাত্রা। মাউন্ট আবুতে হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে তাপমাত্রা। ঠান্ডা এতটাই বেশি যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির ওপর বরফের হালকা আস্তরণ জমে গিয়েছে।

শৈত্যপ্রবাহের কামড় তো আছেই, তার সঙ্গে পাল্লা দিয়েছে ঘন কুয়াশাও। এর কারণে কোথাও দৃশ্যমানতা এতটাই নেমে গিয়েছে যে, যান চলাচল ভীষণ ভাবে বিপর্যস্ত হয়েছে। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলছে উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং পঞ্জাবেও।

You might also like!