নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : রাজ্যসভার সাংসদ ও প্রবীণ নেতা শরদ পওয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শরদ পওয়ারের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "রাজ্যসভার সাংসদ এবং প্রবীণ নেতা শরদ পওয়ার জিকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করছি।"
বৃহস্পতিবার শরদ পওয়ারের ৮৪-তম জন্মদিন। এনসিপি-এসসিপি প্রধান শরদ পওয়ারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এদিন দিল্লিতে তাঁর বাসভবনের বাইরে পোস্টার লাগানো হয়েছে। দলের অনেক নেতা-কর্মীও শরদ পওয়ারকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।