নয়াদিল্লি, ১১ মার্চ : আশা কর্মীদের সমর্থন-সহ একগুচ্ছ ইস্যুতে মঙ্গলবার সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করলেন কেরলের (ইউডিএফ) সাংসদরা। আশা কর্মীদের সম্মানী ভাতা ২১,০০০ টাকায় উন্নীত করার এবং অবসর ভাতা হিসেবে তাঁদের ৫ লক্ষ টাকা পাওয়ার দাবিতে সরব হন কেরলের সাংসদরা। এই দাবিগুলিকে সমর্থন করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপালও। তিনি বলেন, "কেরলের আশা কর্মীরা গত ৩০ দিন ধরে মজুরি ও বেতনের দাবিতে আন্দোলন করছেন। সমগ্র দেশ জানে, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে তাঁদের অবদান কতটা। আশা কর্মীরা স্বাস্থ্য ক্ষেত্রে যোদ্ধা। কোভিডের সময় তাঁদের অবদান সকলের দ্বারা প্রশংসিত হয়েছিল, কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার একে অপরকে দোষারোপ করছে। তাঁরা আসল বিষয়গুলি বিবেচনা করছে না।"
বিপ্লবী সমাজতান্ত্রিক দলের সাংসদ এন কে প্রেমচন্দ্রন বলেন, "কেরলের আশা কর্মীরা গত ৩২ দিন ধরে অনির্দিষ্টকালের ধর্মঘটে রয়েছেন। তাঁদের আসল, ন্যায্য দাবি হল উন্নত সম্মানী ভাতা, জীবনযাত্রার মান, অবসরকালীন সুবিধা এবং তাঁরা চান তাঁদের কর্মক্ষমতা বৃদ্ধি করা হোক। দুর্ভাগ্যবশত, কেন্দ্রীয় সরকার অথবা রাজ্য সরকার কেউই তাঁদের সাথে আলোচনা করতে প্রস্তুত নয়। আমরা দাবি করছি, ভারত সরকার এবং রাজ্য সরকারের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত।"